আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভারতের রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকাল ৬ টায় বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ৫৩ বছরের এক ইন্টেরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে অর্ণব গোস্বামীকে। গ্রেফতার করতে গিয়ে অর্ণবকে মুম্বাই পুলিশ নির্যাতন করেছে বলে নিজেদের প্রতিবেদনে দাবি করে রিপাবলিক চ্যানেল। এরপরই টুইট করে গ্রেফতারের নিন্দা করেছেন প্রকাশ জাভড়েকর এবং স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় মন্ত্রীরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি