যুক্তরাষ্ট্রের জনগণকে বিভক্ত নয় ঐক্যবদ্ধ করতে কাজ করার অঙ্গীকার করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রথম ভাষণে বাইডেন বলেন, বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে আবারো মর্যাদার আসনে নেয়া হবে। বিরোধীদের সঙ্গে শত্রুর মতো আচরণ করা বন্ধ করুন। বাইডেন বলেন, দায়িত্ব নিয়ে তার প্রথম কাজই হবে করোনা নিয়ন্ত্রণ।
এজন্য সোমবারই বিশেষ উপদেষ্টা কমিটি নিয়োগের ঘোষণা দেন তিনি। এর আগে, একই মঞ্চে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, আশা, সত্য, শালীনতা ও বিজ্ঞানমনস্কতাকে বেছে নিয়েছে মার্কিন জনগণ।
তিনি বলেন, শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণের ক্ষমতা রয়েছে তাদের। জো বাইডেন সবাইকে ঐক্যবদ্ধ করবেন। আর এখন তাদের অর্থনীতি পুনর্গঠনে কাজ করতে হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি