২০১৮ সালে বাংলাদেশের সম্ভাব্য মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৬ বিলিয়ন (১৬ শ’ কোটি) ডলার। ৮ ডিসেম্বর (শনিবার) বিশ্ব ব্যাংকের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ শীর্ষক প্রতিবেদনে রেমিট্যান্সের এ সম্ভাব্য পরিমাণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারতের পাশাপাশি বাংলাদেশও রেমিট্যান্স অর্জনে ডবল ডিজিট প্রবৃদ্ধি অর্জন করেছে।
বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বাংলাদেশে রেমিট্যান্সের পরিমাণ ১৭ দশমিক ৯ শতাংশ বাড়তে যাচ্ছে।
রেমিট্যান্স আয়ের দিক থেকে প্রায় ৮০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স নিয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে ভারত। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, মেক্সিকো, ফিলিপাইন, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, ইউক্রেন, ভিয়েতনাম প্রভৃতি।
চীনের রেমিট্যান্সের পরিমাণ ৬৭ বিলিয়ন ডলার। মেক্সিকোর ৩৪ বিলিয়ন ডলার, ফিলিপাইনের ৩৪ বিলিয়ন ডলার। মিসরের ২৬ বিলিয়ন ডলার, নাইজেরিয়া ২৫ দশমিক ১ বিলিয়ন ডলার, পাকিস্তান ২০ দশমিক ৯ বিলিয়ন ডলার, ইউক্রেন ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলার, বাংলাদেশ ১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার, ভিয়েতনাম ১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার।
বিশ্ব ব্যাংকের ধারণা, ২০১৮ সালে উন্নয়নশীল দেশগুলোর রেমিট্যান্স বাড়বে ১০ দশমিক ৮ শতাংশ। এতে করে এর পরিমাণ দাঁড়াবে ৫২৮ বিলিয়ন ডলার। আগের বছর এ হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ।
উচ্চ আয়ের অর্থনীতির দেশগুলোতে অপেক্ষাকৃত সংযম এবং উপসাগরীয় দেশগুলোতে অভিবাসনের গতি মন্থর হয়ে যাওয়ায় ২০১৯ সালে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধির হার কমে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়াতে পারে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি