ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে আন্দোলনরত কৃষকদের মঙ্গলবারের বৈঠকে কোনো সুরাহা হয়নি। সমস্যা সমাধানে আগামীকাল আবারো বৈঠকে বসার কথা রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক ইউনিয়নের ৩৫ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তমার, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল এবং শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ।
বৈঠকে কৃষক নেতারা বলেন, কোনও কমিটি নয় বরং নতুন কৃষি আইন বাতিল করতে হবে। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বৈঠকে কৃষিমন্ত্রী জানান, কৃষি আইন কোনভাবেই বাতিল সম্ভব নয়। বিকল্প হিসেবে কৃষকদের সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে একটি বিশেষ কমিটি করার পরামর্শ দেন তিনি। এরপরই কৃষক নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
ডেস্ক নিউজ/বিজয় টিভি