সীমান্তে উত্তেজনার মধ্যেই এবার নদীর ওপর বাঁধ নির্মাণ নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছে ভারত। ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণের পরিকল্পনার দুই দিনের মাথায় এবার ভারতও জানিয়েছে পাল্টা বাঁধ নির্মাণের কথা।
ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের ওপর ১০ গিগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প তৈরির কথা ভাবছে তারা। চীনের বাঁধ নির্মাণের কারণে সম্ভাব্য সংকট এড়াতেই বাঁধ নির্মাণ প্রয়োজন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ে এই নিয়ে এখন আলোচনা চলছে। এর আগে, চীন জানায়, তিব্বতে ইয়ারলাং জ্যাংবো নদীর ওপর বিশাল বাঁধ তৈরির পরিকল্পনা রয়েছে। এর আগেও ব্রহ্মপুত্রের ওপরে একাধিক ছোট বাঁধ নির্মাণ করেছে বেইজিং।
ডেস্ক নিউজ/বিজয় টিভি