যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি এমন ইঙ্গিত দেন।
ট্রাম্প বলেন, গত চার বছর চমৎকার ছিল, আরও চার বছরের জন্য চেষ্টা করে যাচ্ছেন তিনি। না হলে, চার বছর পর আবারও দেখা হবে বলে ওই অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হলেও ট্রাম্প পরাজয় স্বীকার করেননি বরং নির্বাচনের ফল পরিবর্তনের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
২০ জানুয়ারি, বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আগেই বা ওই অনুষ্ঠান চলাকালে ট্রাম্প ফের চার বছর পরের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন বলে রয়টার্স তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি