জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবটি সর্বসম্মতিতে গৃহীত হলেও চীন ও রাশিয়া এর সঙ্গে সম্পৃক্ত হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিরা জানিয়েছে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই প্রস্তাব গৃহীত হয়েছে।
জাতিসংঘের শীর্ষ এই মানবাধিকার সংস্থা মিয়ানমারকে অং সান সু চি ও অন্যান্য কর্মকর্তাদের মুক্তি এবং সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদকারী মানুষের প্রতি সহিংসতা বন্ধেরও আহ্বান জানিয়েছে।
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিশেষ এই অধিবেশন চলাকালীন মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবে বলা হয়, যে সমস্ত মানুষকে আটক করা হয়েছে, তাদের ছেড়ে দেওয়াসহ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
মিয়ানমারের রাষ্ট্রদূত ভোটের আগে বলেছেন, এই প্রস্তাবটি ‘গ্রহণযোগ্য নয়’।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক অস্ত্র নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অনুরোধ করার পরে এই প্রস্তাব গৃহীত হয়।