আফগানিস্তানের হেরাত প্রদেশের স্থলবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড প্রায় ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ইরানের সীমান্তবর্তী প্রদেশটির ইসলাম কাল্লা স্থলবন্দরে একটি গ্যাস ট্যাংকারে বিস্ফোরণের পরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে, বন্দরের পার্কিংয়ে রাখা প্রায় ৫০০ তেল ট্যাংকার আগুনে ভস্মীভূত হয়।
তবে স্থানীয় কর্মকর্তারা জানায়, আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর ফলে এসব ট্যাংকারের মালিকদের ৪ থেকে ৫ কোটি ডলারের ক্ষতি হতে পারে। এ ক্ষতির জন্য দেশটির পরিবহন মন্ত্রণালয়ের নতুন নীতিমালাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা।