বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৫ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৯ কোটি ২ লাখের বেশি।
পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, আজ বুধবার (০৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৬২৫ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২৫ লাখ ৬০ হাজার ৬০২ জন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৯ কোটি ১১ লাখ ১৫ হাজার ৪৪৮ জন।