নাইজেরিয়ায় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ২০ জনকে। নিখোঁজ রয়েছেন আরো দেড় শতাধিক মানুষ।
বুধবার, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকাটি কাঠের তৈরি এবং বেশ পুরোনো হওয়ায়, নৌকা থেকে অতিরিক্ত যাত্রী নামানোর কথা বলা হলেও কেউ তা কানে তোলেনি বলে অভিযোগ রয়েছে।
পরে, কেন্দ্রীয় নাইজার রাজ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যের ওয়ারা এলাকায় থাকা অবস্থায় নৌকাটি ডুবে যায়। এতে ১৮০ জন যাত্রী ছিল। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃতরা ছাড়া বাকি সবাই মারা গেছেন।