ভারতের কানপুরে যাত্রীবাহি মিনিবাস এবং টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন আরো অনেকে।
মঙ্গলবার রাতে, উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, লখনৌ থেকে দিল্লিগামী দ্রুত গতির একটি বাস স্থানীয় শ্রমিকদের বহনকারী অটোটিতে ধাক্কা দিলে দু‘টি গাড়িই উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, এ দুর্ঘটনায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিহতদেরে পরিবারকে ২ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেয়ার কথা ঘোষণা করেছেন।