যেন এমনটাই হবার কথা ছিল। লিওনেল মেসি নামবেন, গোল করবেন আর জেতাবেন দলকে। হয়েছেও ঠিক তাই। নাটকীয় এক জয় দিয়ে নিজের যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু করলেন বিশ্বকাপজয়ী এ তারকা। ম্যাচের শেষ সময়ে দারুণ এক ফ্রি-কিক থেকে দলের জয় নিশ্চিত করেছেন মেসি। এই জয়ের মধ্য দিয়ে টানা দেড়মাস পর জয়ের দেখা পেল ইন্টার মায়ামি।
ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে শুরুর একাদশে রাখা হয়নি দুই নতুন মুখ লিওনেল মেসি এবং সার্জিও বুসকেটসকে। তবে, এদিন এক অন্যরকম ইন্টার মায়ামিকে দেখলো ভক্তরা। জেরার্ডো টাটা মার্টিনোর অধীনে যেন নতুন করে নিজেদের গুছিয়ে নিয়েছে দলটি। প্রথমার্ধেই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে আধিপত্য রেখে খেলতে শুরু করে তারা।
গোছানো ফুটবল খেললেও ক্রুজ আজুলের বিপক্ষে ১-১ গোলে সমতা ছিল মায়ামির। এরপর ম্যাচের যোগ করা সময়ে ফ্রিকিক পায় তারা। সেখান থেকেই বাঁ পায়ের দারুণ এক ফ্রিকিকে দলকে জয় এনে দেন মেসি।
এই জয়ের ফলে লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করলো ইন্টার মায়ামি। লিগ কাপের গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ আটালান্টা ইউনাইটেড। আগামী ২৬ জুলাই এ মাঠেই দলটির মুখোমুখি হবে তারা।