গত বছর বেশ ঢাকঢোল পিটিয়ে রোনালদোকে দলে ভিড়িয়েছিলো সৌদি ক্লাব আল নাসর। ঘরোয়া লিগে আধিপত্য বাড়ানোর পাশাপাশি বিশ্ব দরবারে নিজেদের ফুটবলকে পরিচিত করাই ছিল তাদের উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্যটি সফল হলেও প্রথমটায় ব্যর্থ হয়েছে ক্লাবটি। রোনালদোকে দলে ভেড়ানোর মৌসুমে ঘরোয়া লীগে কোন শিরোপাই জিততে পারেনি তারা।
তবে আগামী মৌসুমে আল নাসরের হয়ে সবকটা শিরোপাই জিততে চান ক্রিস্টিয়ানো রোনালদো। কাজটা কঠিন হলেও, পর্তুগীজ তারকাকে আস্থা জোগাচ্ছে নতুন কোচ এবং ক্লাবের নতুন সতীর্থরা। সৌদি ক্লাবের হয়ে প্রথমবারের মতো জাপানে প্রি-সিজন ট্যুরে গিয়ে এমনটাই জানিয়েছেন রোনালদো।
ক্লাব ও জাতীয় দলের হয়ে ৩২টি শিরোপা জেতা ৩৮ বছর বয়সী এ তারকা বলেন, এ বছরে আমাদের সামনে অনেকগুলো শিরোপা জেতার সুযোগ আছে। আমি আশা করছি, সবগুলোই জিততে পারব। আমরা জানি কাজটা খুবই কঠিন হবে। তবে এটাও জানি, আমাদের খুব ভালো একটা দল রয়েছে। দেখা যাক, সামনে কি ঘটে।
নতুন ক্লাবের সঙ্গে এই মুহুর্তে জাপানে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রি-সিজন ট্যুরের অংশ হিসেবে সেখানে দুটি ম্যাচে অংশ নেবে আল নাসর। আগামী ২৫ জুলাই প্রথম ম্যাচে পিএসজি এবং ২৭ জুলাই দ্বিতীয় ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবেন রোনালদোরা।