গ্রীষ্মের দলবদলে সবাইকে চমকে দিয়ে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে পাড়ি জমান ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেইমারের অভিষেকের জন্য অপেক্ষায় থাকতে হয়েছিল আল হিলালকে। গতকাল রাতে শেষ হয় সেই অপেক্ষা। সৌদি ক্লাব আল হিলালের হয়ে অভিষেক হয় নেইমারের।
সৌদি প্রো লিগে নেইমার পেয়েছেন মনে রাখার মতো এক অভিষেক। যেখানে তার দল রিয়াদের বিপক্ষে জিতেছে ৬-১ গোলের ব্যবধানে। নিজে গোল না পেলেও এদিন সতীর্থের গোলে ঠিকই সহায়তা করেছেন সাবেক পিএসজি তারকা।
রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে সবার চোখ ছিল নেইমারের অভিষেকের ওপর। তবে একাদশে নয়, তিনি ম্যাচ শুরু করেন বেঞ্চ থেকে। নেইমারকে ছাড়েই অবশ্য আল হিলাল ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নামার পর আক্রমণের ধার যেন আরও বেড়ে যায় আল হিলালের। ম্যাচে গোলে সহায়তা করা ছাড়াও নেইমার দেখিয়েছেন নিজের ঝলক।
জয়ের পর তাই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক-অনুভূতির কথা জানাতে ভুলেননি নেইমার। সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত। ট্রিবিউট দেয়ার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ।’
এই জয়ের মাধ্যমে সৌদি প্রো লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে আল হিলাল। এর আগে করিম বেনজেমার আল ইত্তিহাদের বিপক্ষে ৪-৩ গোলে জিতে সৌদি ক্লাবটি।