সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা বাংলাদেশের জন্য। বিশ্বকাপের বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতা তো আছেই, এবার আইসিসি সহযোগি দেশ নেদারল্যান্ডসের বিপক্ষেও খারাপ ফর্ম টেনে এনেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ডাচদের কাছে কলকাতার ইডেন গার্ডেন্সে লজ্জার এক হার উপহার দিয়েছে টাইগার ক্রিকেটাররা।
নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানের পরাজয়ের পর নড়েচড়ে বসেছে বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপন এখন কলকাতায় অবস্থান করছেন। আজ রোববার দুপুরে দলের সিনিয়র ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরী বৈঠকে বসেছেন পাপন। সেখানে আলোচনা হবে এমন পারফর্ম এবং আগামী তিন ম্যাচের পরিকল্পনা নিয়ে।
দেশের এক জাতীয় দৈনিককে সকালে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এই পারফরম্যান্সের কারণ জানতে চাইব আমরা।’
জালাল ইউনুস আরো বলেন, ‘আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেওয়ার মত অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে। তবে সামনে যেহেতু আরো খেলা আছে, সেহেতু এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।’
এদিকে এমন বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া অধিনায়ক সাকিব নিজেও। পরবর্তী তিন ম্যাচ থেকে সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে চান টাইগার কাপ্তান, ‘আমাদের তিন ম্যাচ খেলতেই হবে। যদি আমরা বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা দারুণ হবে।’