ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো আসর অনুষ্ঠিত হয়েছে, একমাত্র দল হিসেবে সবগুলোতেই অংশ নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এবার সম্ভবত এই গৌরব ভাঙতে চলেছে তাদের। পেলে, নেইমারের দেশকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ফিফা।
ব্রাজিল ফুটবল ফেডারেশনে আদালতের হস্তক্ষেপের কারণেই এ হুমকি দেয়া হয়েছে। যদি ব্রাজিলকে নিষিদ্ধ করা হয়, তাহলে ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে সমস্যায় পড়তে হতে পারে সেলেসাওদের।
গত ৭ ডিসেম্বর অনিয়মের অভিযোগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন-সিবিএফ এর প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজকে ছাঁটাই করে রিও ডি জেনেইরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান রদ্রিগেজ; কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে।
আদালতের রায় অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি প্রেসিডেন্ট পদে এদনালদোর শেষদিন। নির্দেশ অনুযায়ী সেদিন তাকে পদত্যাগ করতেই হবে। বিষয়টি জানা আছে ফিফারও। তাই, ৮ জানুয়ারি বিশেষ এক বৈঠকে বসবে ফিফা ও দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আর এরমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে কোনো রকমের সিদ্ধান্ত নিতে নিষেধ করে দিয়েছে ফিফা।
চিঠি পাঠিয়ে ব্রাজিলের ফুটবল সংস্থাকে ফিফা জানিয়েছে, এদনালদো রদ্রিগেজকে সরানোর বর্তমান তৎপরতা বন্ধ করতে হবে। ফিফার আইন অমান্য করে এদনালদো ও তার বোর্ডকে সরিয়ে দিলে শাস্তির মুখে পড়তে হবে ব্রাজিলের ফুটবলকে।
ফিফার আইন অনুযায়ী, ফুটবল ফেডারেশনে তৃতীয় কোনো পক্ষ হস্তক্ষেপ করলে সেই সদস্য দেশকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ প্রদান করতে পারবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে এই ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়েছিল পাকিস্তান ও ভারত। এখন এমন নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে ব্রাজিলের বিরুদ্ধেও, হুমকির মুখে পড়তে পারে সেলেসাওদের ২০২৬ সালের বিশ্বকাপ খেলার সম্ভাবনা।