লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ বেশ পুরনো। আর তাই আল নাসর ও ইন্টার মায়ামির ম্যাচে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সময়ের এই দুই সেরা ফুটবলার। তবে চোটের কারণে আগেই ম্যাচে থেকে ছিটকে যান রোনালদো। আর মেসিও মাঠে নেমেছেন ম্যাচের শেষ দিকে। এমন ম্যাচে আল নাসরের কাছে বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপের ম্যাচে ইন্টার মায়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। সৌদি ক্লাবের হয়ে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন তালিস্কা।
মেসিকে বসিয়ে রেখে খেলতে নামে মায়ামি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ম্যাচের মাত্র ১২ মিনিটের মধ্যেই মায়ামির জালে তিনবার বল জড়ায় আল নাসর।