কোপা আমেরিকার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর মাত্র দুই ম্যাচ জিতলেই কোপার শিরোপা নিজেদের করে নিবে মেসিরা। বুধবার (১০ জুলাই) কানাডার বিপক্ষে প্রথম সেমিফাইনালে লড়বে মার্টিনেজরা।
বর্তমানে লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা যে ছন্দে রয়েছে তাতে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিতই বলা যায়। কানাডাকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠলে সেই ম্যাচে দলটির দুই ফুটবলারকে পাওয়া নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা।
সেমিফাইনালে কানাডার বিপক্ষে নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেসের কোনো একজন যদি হলুদ কার্ড পান তাহলে যিনি কার্ড পাবেন তিনি ফাইনাল খেলার সুযোগ হারাবেন। আর যদি কানাডার বিপক্ষে আর্জেন্টিনা হারে সেক্ষেত্রে কার্ড পাওয়া ফুটবলার খেলতে পারবেন না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
ইকুয়েডরের বিপক্ষের কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস হলুদ কার্ড দেখেছিলেন। যে ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়িয়েছিল। এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ৪-২ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আলবিসিলেস্তরা।