1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে
ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

বলতে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়েই অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিলের মেয়েরা। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ দল হিসেবে তারা এই রাউন্ডে ওঠে। স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সেই দলটা এবার সেমিফাইনালেও উঠে গেছে। গাবি পোর্তিলহোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে ফরাসিদের হারাল সেলেসাও মেয়েরা। অলিম্পিকের স্বর্ণ জয়ের দৌড়ে তারা আরেক ধাপ এগিয়ে গেল।

চলমান আসর শেষেই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ইতি টানবেন মেয়েদের ফুটবলের কিংবদন্তি মার্তা ভিয়েরা দ্য সিলভা। যদিও আগের ম্যাচে স্পেনের বিপক্ষে তিনি মাঠ ছেড়েছিলেন চোখের জলে। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ছয়বারের বর্ষসেরা মার্তা। সেই ম্যাচটি দশজনের ব্রাজিল হেরে যায় ২-০ গোলে। এ ছাড়া লাল কার্ডের কারণে কোয়ার্টারে খেলতে পারেননি মার্তা। তবে তাকে ছাড়াই সেলেসাও মেয়েরা সেমিতে পা রাখলো।

আরও পড়ুন: কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ধোনি

অলিম্পিক থেকে ব্রাজিলের বিদায় হয়ে গেলে আর মাঠে নামা হতো না মার্তার। তবে ৩৮ বছর বয়সী এই কিংবদন্তির জন্য সেই সুযোগটা খোলা রেখেছেন সতীর্থরা। ব্যক্তিগতভাবে এত উজ্জ্বল মার্তা দলীয় বড় কোনো দলীয় সাফল্য পাননি সেভাবে। অলিম্পিক কিংবা নারী বিশ্বকাপেও ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। দুই স্বর্ণপদকের কাছাকাছি গিয়েও, ২০০৪ এবং ২০০৮ অলিম্পিকে ফিরেছেন রৌপ্য পদক নিয়ে।

কোয়ার্টারের ম্যাচে স্তাদে দে লা বোর্দে স্টেডিয়ামে গতকাল (শনিবার) ফরাসি মেয়েরা প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয়েছে। ১৬তম মিনিটেই তারা পেনাল্টি পেয়েছিল, তবে ফরাসি তারকা সাকিনা কারচাওয়ির নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনা। এরপর ৩৯তম মিনিটে গ্রিজ এমবক ব্যাথির নেওয়া একটি হেডও চলে যায় গোলবারের পাশ দিয়ে।

পরবর্তীতে ব্রাজিলের হয়ে একমাত্র অন টার্গেট শটেই গোলটি করেন পোর্তিলহো। দুই ডিফেন্ডারকে কাটিয়ে তিনি যখন বলটি জালে পৌঁছান, তখন গ্যালারিতে দাঁড়িয়ে সেই উল্লাসের মাত্রা বাড়ান কিংবদন্তি মার্তা। তার বুনো উদযাপনের সঙ্গে মাঠ থেকে যোগ দেন সতীর্থরা। এরপর ১-০ গোলে জয় দিয়ে তারা সেমিও নিশ্চিত করে ফেলল। সেমিফাইনালে নিজেদের ইতিহাসের সেরা এই তারকাকে পাবে ব্রাজিল।

অন্যদিকে, কোয়ার্টারে জয় পেয়েছে স্প্যানিশ মেয়েরাও। ব্যালন ডি’অরজয়ী আয়তানা বোনমাতি, কাতালিনা উসমে, লিয়ানা সালাজার ও জেনি হারমোসোর গোলে তারা ৪-২ গোলে বড় ব্যবধানে কলম্বিয়াকে হারিয়েছে। সেই জয় সেমিফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ মেয়েদের। আগামী মঙ্গলবার মার্সেইতে সেমিতে মুখোমুখি হবে ব্রাজিল-স্পেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের

হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বুধবার, ৯ জুলাই, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.