লা লিগায় বার্সেলোনার জয়যাত্রা থামছে না। শনিবার তো তাদের ঘরের মাঠে বিধ্বস্ত হলো ভায়াদোলিদ। রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সা উড়িয়ে দিলো তাদেরকে। ৭-০ গোলে টানা চতুর্থ ম্যাচ জিতলো কাতালান জায়ান্টরা।
প্রথমার্ধে তিন গোল করে বার্সা। শেষ অর্ধে এক হালি গোল দেয় তারা।
২০ মিনিটে গোলমুখ খোলে বার্সেলোনা। চার মিনিট পর রবার্ট লেভানডোভস্কি ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জুলেস কোন্দে ৩-০ করেন। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। দানি ওলমো টানা দ্বিতীয় ম্যাচে গোলের খাতায় নাম লেখান ৮২ মিনিটে জাল কাঁপিয়ে। তিন মিনিট পর ভায়াদোলিদের জালে বার্সা সপ্তমবার বল জড়ায় ফেরান তোরেসের সৌজন্যে। শেষ দুটি গোলেই অ্যাসিস্ট ছিল রাফিনিয়ার।
চার ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। লিগ টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেলো তারা।