গত মৌসুমে লিভারপুলে দুর্দান্ত অভিষেক হয়েছিল মোহাম্মদ সালাহর। কিন্তু এই মৌসুমের শুরুতে সেই ফর্ম ধরে রাখতে পারেননি। বুধবার চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে জোড়া গোল করে নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়ে ইতিহাস তৈরি করলেন মিশরীয় ফরোয়ার্ড।
বেলগ্রেডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের পেনাল্টির মাধ্যমে নিজের ৫০তম গোলে করে লিভারপুলের ৭১ বছরের রেকর্ড ভাঙলেন সালাহ। গত মৌসুমে লিভারপুলে চুক্তিবদ্ধ হয়ে মাত্র ৬৫ ম্যাচে গোলের হাফসেঞ্চুরি করেছেন সালাহ।
অ্যানফিল্ডের ক্লাব ইতিহাসে রেকর্ডটি ছিল অ্যালবার্ট স্টাবিন্সের দখলে তা সবচেয়ে দ্রুততম সময়ে ৫০ গোলে দখল করে নেন সালাহ। ১৯৪৬-৪৭ মৌসুমে অ্যালবার্ট স্টাবিন্স এই কীর্তি গড়েন ৭৭ ম্যাচ খেলে।
অ্যানফিল্ডে প্রথম মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫২ ম্যাচ খেলে ৪৪ গোল করেন সালাহ। রেকর্ড ৩২ গোল করে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ও গোল্ডেন বুটের পুরস্কার জেতেন তিনি। এবার তেমন ফর্মে না থাকলেও ১৩ ম্যাচে ৬ গোল করে আরেকটি নতুন ইতিহাস গড়লেন সালাহ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি