সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির প্রলোভন ও বন্ধুত্ব করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হল, মোঃ কবির হোসেন, মোঃ শামসুল কবীর ও মোঃ ইয়াছিন আলী ।
শুক্রবার রাজধানীর কল্যাণপুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৫৭ টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ২৩৪ টিডেবিট কার্ড, ৮ টি মোবাইল ফোনও ১১ টি মোবাইল সিম জব্দ করা হয় ।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ফেসবুকের মাধ্যমে কানাডায় লোভনীয় চাকরির প্রলোভন দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ এর ঘটনায় ভুক্তভোগী এক ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর, ২০২১ তারিখ কদমতলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। এ মামলার ঘটনায় গোয়েন্দা লালবাগ বিভাগ তিন প্রতারককে গ্রেফতার করে।
তিনি বলেন, এই প্রতারক চক্রটি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতারণা করে থাকে। এই চক্রের একটি গ্রুপ প্রথমে ভিকটিমের সাথে যোগাযোগ স্থাপন করে তার সাথে নিবিড় বন্ধুত্ব গড়ে তুলে বা ফেসবুকে বিদেশে চাকরির অফার দিয়ে চাকরি প্রত্যাশীদের সাথে হোয়াটস অ্যাপস্, মেসেঞ্জার এবং ইমেইলে যোগাযোগ করে। চাকুরি প্রত্যাশীদের কাছে বিভিন্ন ফির বাহানায় টাকা জমা দিতে বলে জানান তিনি।