ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবাসিক হল খোলার একদিন আগে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে৷ শিক্ষার্থীদের পাশাপাশি ঢাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা টিকা পাবেন।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৫ অক্টোবর থেকে আবাসিক হল খুলে দেওয়া হবে৷ দীর্ঘ ১৮ মাস পর খুলবে বন্ধ থাকা হল।
সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শহীদ বুদ্ধিজীবী ডা. মুহাম্মদ মুর্তজা মেডিক্যাল সেন্টারে অস্থায়ী টিকা ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷
এ সময় উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের কথা মাথায় রেখে করোনার টিকা দেওয়ার ব্যাবস্থা করেছি। স্বাচ্ছন্দ্যে, নির্ভেজালে শিক্ষার্থীরা এখানে এসে টিকা দিতে পারবে এবং দ্রুত সময়ের মধ্যে টিকা কার্যক্রমের আওতায় আসতে পারবে। যতো দ্রুত আমরা আমাদের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পারব, তত দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারব।’
তিনি আরও বলেন, ‘যারা টিকার এক ডোজ অন্য জায়গায় নিয়েছে, দ্বিতীয় ডোজ যেন এখানে (বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার) নিতে পারে সেজন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছি। তাহলে শিক্ষার্থীদের টিকা নিতে আবার গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে না। তারা বলেছে, আমরা যদি ডাটাবেইজ তৈরি করে পাঠাই, তাহলে শিক্ষার্থীরা দ্বিতীয় ডোজ এখান থেকে নিতে পারবে। সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই সেবা গ্রহণ করে সুরক্ষা পাবে এবং আমরা সবাই আবার সশরীরে ক্লাসে ফিরতে পারব।’
এসময় উপস্থিত ছিলেন ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান৷