আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। ফলে দেশে তেলের দাম কিছুটা কমবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডলারের দাম বেড়েছে। ফলে খুব বেশি কমবে বলে মনে হয় না। কতটা কমানো যায়, সে হিসেব চলছে।
বাণিজ্য সচিব বলেন, ভোক্তা এবং বিক্রেতার একধরনের দ্বান্দ্বিক সম্পর্ক আছে, যা সমাধানে কাজ করছে সরকার। শুধু বাংলাদেশ নয়, ৪৬টি এলডিসি দেশ, স্বল্পন্নোত থেকে উন্নত দেশে গেলে শুল্ক ছাড়ের বিষয়টি সময় বাড়ানোর দাবি ছিলো। তবে কনফারেন্সে আলাদা কোনো ডকুমেন্টস হয়নি। শুল্কমুক্ত পরিস্থিতি উঠে গেলে বেশকিছু সমস্যায় পড়বে এটা সত্য। ডব্লিউটিও এর অনেক কিছু করার আছে। আমাদের নেগোসিয়েশন চালিয়ে যেতে হবে। আগামী মিনিস্টিরিয়াল কনফারেন্সে সিদ্ধান্ত আসতে পরে বলে আশা করি।