২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রার ঘোষণা দেন মন্ত্রী।
রপ্তানি আয়ের এ লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে ১০ শতাংশ বেশি। এর আগে ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার নির্ধারণ করা হলেও প্রকৃত রপ্তানি ৬০ বিলিয়নেরও বেশি হয়েছে।
এসময় মন্ত্রী আরো বলেন, করোনার কারণে প্রায় দু’বছর অর্থনৈতিক সংকোচন অবস্থা থেকে উত্তরণের ফলে বাজারে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় রপ্তানিতে এ অভূতপূর্ব প্রবৃদ্ধি হয়েছে।
এছাড়া নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে ইউরোপে দাবদাহ, বিশ্বে যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি, মূল্যস্ফীতিসহ অন্যান্য চ্যালেঞ্জগুলো বিবেচনায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।