‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগান সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।
বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।। এককেন্দ্রিক শাসনব্যবস্থা পরিবর্তন করে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন করা, নির্বাচন পদ্ধতি সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতসহ ২৪ দফা ইশতেহার দিয়েছে দলটি।
তিনি বলেন, আমরা লাঙ্গল প্রতীকে নির্বাচন করছি। আমাদের একটি রাজনৈতিক ভিত্তি আছে, রাজনৈতিক আদর্শ আছে। আমাদের নেতা তার ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশে একটি সুশাসন দিয়েছিলেন, তিনি অনেক সংস্কার করেছেন। উপজেলা পরিষদ পদ্ধতির প্রবর্তন করেছিলেন, তাই সাধারণ মানুষ আজও জাতীয় পার্টিকে চায়।
ইশতেহার ঘোষণা শেষে জাপা মহাসচিব চুন্নু বলেন, ‘বিশ্বের দেশগুলো নতুন তথ্য প্রযুক্তি, অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আর পিছিয়ে থাকার অবকাশ নাই। এখন এগিয়ে যাওয়ার সময়। জাতীয় পার্টি যুগের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী পদক্ষেপে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে সবসময় ব্রতী থাকবে। আমরা বিশ্বাস করি, জাতীয় পার্টি দেশের মানুষের আশা-আকাক্ষা ও তাদের চাহিদা পূরণে সফল হবে।’