রাজধানীর পুরান ঢাকা মাহুতটুলি, তারা মসজিদের পাশে আবুল খয়রাত রোডে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকার্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকা মাহুতটুলি, তারা মসজিদের পাশে আবুল খয়রাত রোডে ১ তলা বিল্ডিংয়ের নিচতলায় জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সকাল ৯টা ২০ মিনিটে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।