নিউজ ডেস্ক / বিজয় টিভি
চলতি বছর যমুনা নদীর ওপর রেলসেতু নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ রাজধানীর একটি হোটেলে বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ডুয়েল গেজ বিশিষ্ট ডাবল রেললাইনের এ সেতুর নির্মাণে সব সমীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। জাপানি অর্থায়নে এটির নির্মাণ কাজ অতিশিঘ্রই শেষ হবে বলে জানিয়েছেন মন্ত্রী। একই সাথে নতুন আরও ১৫টি জেলায় রেল ব্যবস্থায় সম্পৃক্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশ গুপ্ত, হিন্দু কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাসসহ অন্যান্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি