তীব্র তাপপ্রবাহের কারণে রেলের কর্মকর্তা-কর্মচারীদের ঢিলেঢালা পোশাক পরতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি বাইরে বের হওয়ার সময় ছাতা ও টুপি সঙ্গে নিতে হবে।
তাপপ্রবাহে রেলপথে তৈরি হয় নানা প্রতিবন্ধকতা। এ অবস্থায় রেলওয়ের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট পাঁচটি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের দুটি প্রশাসনিক অঞ্চল থেকে সম্প্রতি প্রকাশ করা আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের চিফ মেডিকেল অফিসার (পূর্বাঞ্চল) ডা. ইবনে সফি আব্দুল আহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পানিশূন্যতা থেকে রক্ষার জন্য প্রচুর পানি পান করতে হবে। অতিরিক্ত ঘাম হলে খাবার স্যালাইন খেতে হবে। খাবারের মেন্যুতে আমিষ ও চর্বি জাতীয় খাবার কমিয়ে শাকসবজি বাড়াতে হবে। ডায়াবেটিস ও শ্বাসকষ্টের রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
এর সঙ্গে সূর্যের আলো থেকে চোখ সুরক্ষার জন্য সানগ্লাস ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।