রাজধানীর মহাখালীতে একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪৩ মিনিটে প্রাইভেটকারটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ সকাল ৯টা ৪৩ মিনিটের দিকে ওভারহিটের কারণে মহাখালী এলাকায় একটি প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন লেগে যায়। প্রথমে গাড়ির চালক আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে ফোন দেয়। পরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে আগুন নির্বাপণ করে।
তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি গাড়ির ইঞ্জিন ওভার হিট হওয়া প্রথমে ধোয়া সৃষ্টি হয়। পরে গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।