রাজধানীর পান্থপথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বসুন্ধরা সিটির দোকান মালিক-কর্মচারীরা। মার্কেটের ইনচার্জের পদত্যাগ এবং দোকান ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ করছেন তারা।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে বসুন্ধরা সিটির সামনের রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। সবশেষ দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, মার্কেটের ইনচার্জ স্বৈরাচারী আচরণ করে ব্যবসায়ীদের জিম্মি করে আসছিলেন। দোকানের অতিরিক্ত ভাড়া আদায় এবং বিভিন্ন চার্জের নামে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। এতে অনেকটা জিম্মি হয়েছিলেন ব্যবসায়ীরা।