অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে নারী নেতারা বৈঠক করছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিভিন্ন সেক্টরের ১৭ জন নারী প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার বিষয়েও আলোচনা হতে পারে।
এছাড়া বিভিন্ন দুর্নীতি, অনিয়মের প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হতে পারে বৈঠক।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ড. মুহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে নারীর প্রতিনিধিদের সঙ্গে আজকে বৈঠক করছেন বলেও জানা গেছে।