নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় জামশেদ (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী হত্যাকাণ্ডের পর র্যাব একবার জামশেদকে আটক করলেও জিজ্ঞাসাবাদ করে পরে ছেড়ে দেয়। ত্বকীর বাবা রফিউর রাব্বির দাবি ত্বকীকে হত্যার পর আজমেরী ওসমানের যে জীপ গাড়িতে করে তার লাশ শীতলক্ষ্যা নদীর খালে ফেলা জামশেদ ওই গাড়ির চালক ছিল।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টায় ঢাকার মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। গ্রেপ্তার জামশেদ ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি আজমেরী ওসমানের গাড়ির চালক ছিলেন।
ত্বকী হত্যার ১ বছর পর র্যাব ওই মামলায় খসড়া অভিযোগপত্র তৈরী করলেও রহস্যজনক কারণে সেটি আর আদালতে জমা দেওয়া হয়নি। সাড়ে ১৩ বছর পর এখন ত্বকী হত্যা মামলা নিয়ে সরব হয়েছে র্যাব। গত কয়েকদিনে র্যাবের হাতে এই মামলার সন্ধিগ্ধ ৩ জন গ্রেপ্তার হয়েছে। র্যাবের হেফাজতে রয়েছে আরও একজন। সর্বশেষ বুধবার ভোররাতে আজমেরী ওসমানের গাড়ির সাবেক চালক জামশেদকে গ্রেপ্তার করা হলো।
আড়ও পড়ুুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
উল্লেখ্য. ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নগরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোজ হয় ত্বকী। ২ দিন পর ৮মার্চ নিজ বাসার অদূরে শীতলক্ষ্যা নদীর খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।