1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ওয়ারীতে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলেসহ গ্রেফতার ৩
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

ওয়ারীতে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলেসহ গ্রেফতার ৩

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে
ওয়ারীতে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলেসহ গ্রেফতার ৩

রাজধানীর ওয়ারী থানার হাটখোলা এলাকায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার সাভার থেকে তাদের গ্রেফতার করে ওয়ারী থানা-পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. আকবর হোসেন (৬০), তার ছেলে মো. আসিফ সুলতান সিফাত (২৭) এবং সিফাতের বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)।

মো. ছালেহ উদ্দিন বলেন, গত ১৫ আগস্ট সকালে আল আমিন ভূঁইয়া (৪২) ও তার ছোট ভাই নুরুল আমিন ভূঁইয়াকে (৩৫) হত্যা করা হয়। পরে নিহতদের বড় ভাই মো. রুহুল আমিন ভূঁইয়া মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আলামিন ভূঁইয়া ওয়ারী থানার ১০ নম্বর হাটখোলা রোডের ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানির কাছ থেকে একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন। ওই ফ্ল্যাটের ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর গংয়ের সঙ্গে ২০১৪ সালে রিয়েল স্টেট কোম্পানির মালিক রিপনের চুক্তি হয়। পরবর্তী সময়ে ১০ বছরেও ওই স্থানে বিল্ডিং নির্মাণ না করায় ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর গং ওই স্থানে নিজেদের অর্থায়নে দ্বিতীয় তলা ভবন নির্মাণ করে। আল আমিন ভূঁইয়া তার ছোট ভাই মো. নুরুল আমিন ভূঁইয়াকে সঙ্গে নিয়ে গত ১৪ আগস্ট সকাল ১১টায় ১০ নম্বর হাটখোলা রোডের সামনে নির্মাণাধীন ফ্ল্যাট দেখতে যান। এ সময় আসামি সিফাতের নেতৃত্বে আকবর, রিয়ান ও পলাতক অন্যান্য আসামিরা আল আমিন ও নুরুল আমিন ভূঁইয়াকে হত্যার উদ্দেশে চাকু, চাইনিজ কুড়াল দিয়ে বুক, পিঠ, মাথাসহ বিভিন্ন অঙ্গে গুরুতর জখম করে। পরে সেখান থেকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

উপ-পুলিশ কমিশনার বলেন, ‘মামলা হওয়ার পর ওয়ারী থানার একটি বিশেষ টিম ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করেন। পরে শুক্রবার সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
মিমির বন্ধু হতে চান, মানতে হবে যেসব শর্ত

মিমির বন্ধু হতে চান, মানতে হবে যেসব শর্ত

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

কমলো স্বর্ণের দাম

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
বিজিবিকে যে অনুরোধ করল বিএসএফ

বিজিবিকে যে অনুরোধ করল বিএসএফ

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.