বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরে আসছে স্বৈরাচারের দোসররা। কখনও আনসার, কখনও সংখ্যালঘু বা কখনও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলন হিসেবে তারা ফিরতে চাচ্ছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে গণফোরামের সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
খসরু বলেন, ফ্যাসিস্ট হটানোর ঐক্য অটুট রাখতে হবে, যার মৌলিক রূপ গণতন্ত্র। গণতন্ত্র ফেরাতে সরকারকে সহায়তা করার আহ্বানও জানান তিনি। বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক ক্ষমতা ট্রান্সফারে সরকারকে সহায়তা করতে হবে। গণতন্ত্রে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারলে জবাবদিহিতা আসবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ভোটের পরে যে সরকার হবে সেই সরকারই ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। নির্বাচনী সংস্কার শেষ করে দ্রুত ভোট দেয়ার কথাও বলেন আমির খসরু।