মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতের মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি নির্ভরযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছেন আসেম (এশিয়া-ইউরোপ মিটিং)-এর সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা।
সোমবার স্পেনের মাদ্রিদে আসেমের ১৪তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মন্ত্রীরা সভাপতির বিবৃতির মাধ্যমে প্রস্তাবটি গ্রহণ করেন। এতে রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত বর্বরোচিত দমনপীড়নের জবাবদিহিতা চাওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন। তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানের সাথে ও টেকসই পরিবেশে তাদের জন্মভূমি মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত বর্বরোচিত দমনপীড়নের বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জোরালো আহ্বান জানান।
প্রতিমন্ত্রী জরুরি ভিত্তিতে আবহাওয়া পরিবর্তন ইস্যুটি মিমাংসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ এবং এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি