করোনার প্রভাব মোকাবিলায় কৃষিতে বড় প্রকল্প গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
সকালে, তার সরকারি বাসভবন থেকে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় অনলাইন সভায় তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, মহামারি করোনার প্রভাব মোকাবিলা করে একমাত্র কৃষিই পারে সকলকে বাঁচিয়ে রাখতে। আর সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী কৃষি মন্ত্রণালয় করোনার প্রকোপের শুরু থেকেই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভাটি সঞ্চালনা করেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি