কোরবানির পশুর হাট করোনা সংক্রমণের মাত্রা আরো বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শনিবার) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি পোশাক শিল্পকারখানা মালিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংক্রমণ বিস্তাররোধে ঈদের আগে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটির ব্যবস্থা করুন।
বরাবরের মতো এবারও ঈদের আগে বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। পশুরহাটের অনুমতি প্রদানের ক্ষেত্রে মন্ত্রী আবারও স্মরণ করিয়ে বলেন, সড়ক-মহাসড়কের উপরে কিংবা আশপাশে পশুরহাট বসানো যাবে না।
নিউজ ডেস্ক/বিজয় টিভি