নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
আজ (বৃহস্পতিবার) দুপুরে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা বেলটিয়া গ্রাম পরিদর্শনকালে তিনি একথা জানান।
উপমন্ত্রী বলেন, বেলটিয়া গ্রামে নদী ভাঙনে ঘরবাড়ি হারা মানুষকে পুনর্বাসন করা হবে। নদীর পানি শুকিয়ে গেলে সরকারি উদ্যোগে ড্রেজিংয়ের বালি দিয়ে ভরাট করে যার যেখানে ঘর ছিল সেখানেই তাদের ঘর নির্মাণ করে দেয়া হবে বলে তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি