অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে, মামলার প্রধান আসামি, বরখাস্ত হওয়া বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।
আজ (রোববার) দুপুরে, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাকে তোলা হয়।
মেজর সিনহা হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় লিয়াকত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরআগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, এপিবিএনের তিন সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আব্দুল্লাহ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি