সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, এসব ঘটনার সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না। তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, সরকার প্রত্যেকটি ঘটনাতে কঠোর অবস্থানে রয়েছে। যারা অপরাধী তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগে, বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি