চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২০-২১ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে । আজ শুক্রবার বিকালে মিলের ক্যান ক্যারিয়ার চত্বরে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আখ মাড়াইয়ের কার্যক্রমের শুরু করা হয়।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা- ১ আসনের এমপি সোলাইমান হক জোয়ার্দার (ছেলুন), বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর প্রমুখ।
তবে চলতি মাড়াই মৌসুমে কেরু চিনিকল ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।
চিনিকলের নিজস্ব ১ হাজার ৫৫০ একর জমিতে ২৪ হাজার মেট্রিক টন আখ রয়েছে এবং কৃষকের ৬ হাজার ৯৮২ একর জমির ৯৪ হাজার মেট্রিক টন আখ রয়েছে । এছাড়া কুষ্টিয়ার জগতি চিনিকলের আওতাধীন কৃষকদের ৩৬ হাজার মেট্রিকটন আখ কেরুজ চিনিকলে মাড়াই করা হবে । ফলে এবারের মাড়াই কার্যদিবস নির্ধারণ করা হয়েছে ১০৪ দিন । চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬.২৫ শতাংশ ।
কুষ্টিয়া জগতি চিনিকলের আখ কেরুতে মাড়াই করার কারণে চিনিকল এলাকার আখচাষিরা রয়েছেন আতঙ্কে । এমনিতেই ১৫ দিন পরে মাড়াই কার্যক্রম শুরু হচ্ছে , তা ছাড়া অন্য চিনিকলের আখ কেরু চিনিকলে সরবরাহ করলে , কেরু এলাকার আখ সময়মতাে না তুলতে পারলে বােরাে ধানের মৌসুম শেষ হয়ে গেলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন চাষিরা ।
কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন , চিনিকলের লক্ষ্যমাত্রা অর্জন ও লােকসানের বােঝা কমাতে প্রতিষ্ঠানের সকল শ্রমিক – কর্মচারী , কর্মকর্তাদের আন্তরিক হতে হবে । কোনাে প্রকার অনিয়মের কারণে যদি লক্ষ্যমাত্রা পূরণে বাধা সৃষ্টি হয় , তাহলে এর দ্বায়ভার সকলকে নিতে হবে ।
এছাড়া তিনি বলেন , সরকারের সিদ্ধান্তের কারণে কেরুজ চিনিকল এলাকার চাষিরা কিছুটা আতঙ্কে রয়েছে । তবে কেরুজ চিনিকল বন্ধ হওয়ার কোনাে সম্ভাবনা নেই । কারণ এটি একটি লাভজনক প্রতিষ্ঠান ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি