1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ : রাষ্ট্রদূত শাহাবুদ্দিন - বিজয় টিভি
ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ : রাষ্ট্রদূত শাহাবুদ্দিন

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩২ বার পড়া হয়েছে

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেছেন বর্তমান বিশ্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের উজ্বল দৃষ্টান্ত। আজ (বুধবার) জাপানের শিজুওকা শহরের ‘শিজুওকা কনভেনশন এন্ড আর্টস সেন্টারে’ বাংলাদেশ দূতাবাস, টোকিও আয়োজিত বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ মানব সম্পদ উন্নয়ন বিষয়ক এক সেমিনারে স্বাগত বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন এ কথা বলেন। সেমিনারে জাপানি বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত সেমিনারে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিভিন্ন উন্নয়ন সূচকে অগ্রগামী, ইতোমধ্যে বাংলাদেশ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) কর্তৃক স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সুপারিশ প্রাপ্ত হয়েছে। রাষ্ট্রদূত আরো বলেন, জাপানসহ বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রের কাছে বাংলাদেশ এখন বিনিয়োগ, বাণিজ্য এবং দক্ষ মানব সম্পদের জন্য আদর্শ গন্তব্য।

তিনি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন আর্থিক ও অআর্থিক প্রণোদনার কথা উল্লেখ করেন, এসময় তিনি বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন যেখানে একটি ইকোনমিক জোন শুধুমাত্র জাপানি বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত। রাষ্ট্রদূত জাপানি ব্যবসায়ি ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং জাপানের জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুরোধ করেন।

সেমিনারে শিজুওকা সিটি অফিসের ইকোনমিক এফায়ার ব্যুরোর ডাইরেক্টর হিরোতোশি কানো বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সুযোগ-সুবিধার বিস্তারিত তুলে ধরেন দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর ড. আরিফুল হক। পাশাপাশি বাংলাদেশে জাপানের বিনিয়োগ চিত্র তুলে ধরেন জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জাইকা)র দক্ষিন এশিয়া বিভাগের ডেপুটি-ডাইরেক্টর সিকো ইয়ামাবে এবং বাংলাদেশের অর্থনীতি ও জাপানি বাণিজ্যের গতিধারা নিয়ে আলোচনা করেন জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো)র বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্দো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

শুরু হলো বিজয়ের মাস

রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.