রাজশাহীর চারঘাট উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় সুইটি খাতুন নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুইটির বাবার নাম লিটন আলী। সে বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
সুইটির স্কুলের সহকারী শিক্ষক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, সুইটি শুধু গণিতে ফেল করেছে। পরীক্ষায় ফেল করার অপমান সহ্য করতে না পেরে সন্ধ্যায় ক্ষোভ ও দুঃখে বাড়িতে নিজকক্ষে গলায় রশি পেঁচিয়ে সে ফাঁস দেয়। বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু তার আগেই সুইটি খাতুন মারা যায়।
স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, মেয়েটি লেখাপড়ায় অনেক ভালো ছিল। কিন্তু এক বিষয়ে ফেল করায় সে আত্মহত্যা করেছে। ঘটনাটি হৃদয় বিদারক।
রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, সুইটির মা তার থানায় রাঁধুনীর কাজ করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।