কুমিল্লায় শ্রমিক হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ২০ বছর পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার রেড রুফ হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ২০০২ সালের হত্যা মামলায় ২০০৬ সালে হাবিবুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত। কিন্তু সে পলাতক ছিল। পরে তিন মাস আগে পুলিশ সুপারের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করে অবশেষে আমরা খবর পাই, সে রেড রুফ হোটেলে আছে। পরে মঙ্গলবার বিকাল ৪টায় তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, হাবিবুর রহমান ২০০২ সালে নিজ এলাকার শ্রমিক স্বপনকে খুন করে পালিয়ে যায়। গত তিন মাস আগে হোমনা থানা পুলিশকে সোর্স নিয়োগের নির্দেশনা দিই। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।