সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা উপলক্ষে দেশের একমাত্র চতুদেশীয় বন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সোমবার সকাল থেকে উভয় দেশের সম্মতিতে এ কার্যক্রম বন্ধ রাখা হয়।
এর আগে, রোববার (২৩ অক্টোবর) ভারতের দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন।
তিনি বলেন, ভারতীয়দের কালী পূজা উপলক্ষে উভয় দেশের সম্মতিতে বন্দরের কার্যক্রম দু’দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর (বুধবার) থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে ইমিগ্রেসন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।