জেলার মেঘনায় তীব্র স্রোতে একটি মাছ ধরার ট্রলার ডুবে হারুন নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৯ মে) ভোর ৬টার দিকে দুই ছেলেকে নিয়ে মেঘনার কাঠির মাথা পয়েন্টে ইলিশ শিকার করতে যান হারুন মাঝি।
এ সময় তীব্র স্রোতে তাদের মাছ ধরার ট্রলারটি নদীতে থাকা একটি পল্টুনের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
নিহত হারুনের বাড়ি সদরের কাচিয়া ইউনিয়নে।
ওই ঘটনার পরে ট্রলার থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করা হলেও বাবা হারুন নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।
ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে নৌ পুলিশ কাজ করছে।
এদিকে ট্রলার ডুবিতে জেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।