ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন, সড়ক প্রশস্ত-শক্তিশালীকরণ ও অবকাঠামো নির্মাণসহ ৫ হাজার ১৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একেনক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বঙ্গবন্ধু হাইটেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণসহ ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি