শেরপুরের সরকার বিরোধী কার্যকলাপ ও গোপন বৈঠক অভিযোগে জামায়াত শিবিরের ১৭ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে দিঘারপাড় এলাকার একটি রাইস মিলের গোডাউন থেকে তাদের আটক করা হয়। এ সময় গোডাউন তল্লাসী করে ১৩টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ জিহাদী বই এবং লিফলেট উদ্ধার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি