অনিয়ম ও দূর্নীতির অভিযোগে কুমিল্লা দাউদকান্দির মোহাম্মদপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমানকে অবাঞ্চিত ঘোষণা করেছে ইউপি সদস্যরা।
চেয়ারম্যানের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছ এলাকাবাসী ও ইউপি সদস্যরা। সংবাদ সম্মেলনে পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমানকে বহিস্কার করার দাবি বাস্তবায়ন না করা হলে ইউনিয়নবাসীদের সাথে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা। এ সময় ইউপি সদস্য আবু জাহিদ টিপু, মজিবুর রহমান ভূঁইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি